সম্প্রতি মুক্তি পেয়েছে হইচইয়ের এই নতুন সিরিজের টিজার। আজ মুক্তি পাচ্ছে এই ছবির একটি গান ‘ দুহাতে মুঠো ভরে’। গানটি গেয়েছেন দেবরাজ ভট্টাচার্য।
‘তালমার রোমিও জুলিয়েট’ সিরিজটি পরিচালনা করছেন অর্পণ গড়াই। সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এর আগে ব্যোমকেশ ও পিজিরাপোল সিরিজে এবং অথৈ ছবিতে সৃজনশীল পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ। এই সিরিজে চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন দুর্বার শর্মা।
সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে দুই নতুন মুখকে। তাদের নাম হিয়া রায় এবং দেবদত্ত রাহা। যদিও এর আগে জনপ্রিয় সিরিজ ‘ বিজয়া’ তে স্বস্তিকা মুখার্জির ছেলের চরিত্রে দেখা গেছিল দেবদত্তকে। সিরিজে একটি বিশেষ চরিত্রে থাকছেন অনির্বাণ। এছাড়াও আরো অনেক অভিনেতা অভিনেত্রী থাকছেন এই সিরিজে।
আগামী নভেম্বরে মুক্তি পাবে এই সিরিজ। সিরিজের টিজার আসার পরই দর্শকদের মনে রয়েছে যথেষ্ট উন্মাদনা। আশা করা যেতে পারে, সিরিজটিও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে।