অক্ষয় কুমার অভিনীত ‘ভুলভুলাইয়া’ ছবিতে শ্রেয়া ঘোষালের গলায় ‘আমি যে তোমার’ গানটি আশা করা যায় প্রত্যেক সিনেমাপ্রেমী শুনেছেন। নতুন ছবি ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে আবারো এক নতুন মোড়কে শোনা গেল সেই গান। গানটিতে নৃত্য পরিবেশন করেছেন বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত।
‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা কার্তিক আরিয়ানকে। পাশাপাশি ছবিতে থাকছেন তৃপ্তি দিমরি। এছাড়াও ছবিতে থাকছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন, রাজপাল যাদব, রাজেশ শর্মা সহ আরো অনেকে। একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে এই ছবি। অর্থাৎ রুহু বাবা এবং মঞ্জুলিকার দ্বন্দ্ব দেখতে আবারও হলের ভিড় করবেন দর্শক। এখন এটাই দেখার, এই ছবিটি ঠিক কতটা জনপ্রিয়তা লাভ করে। পাশাপাশি মুক্তি পাচ্ছে পরিচালক রোহিত শেট্টির কপ ইউনিভার্স এর ছবি সিংঘম এগেন। বক্স অফিসেও যে এবার সেয়ানে সেয়ানে টক্কর হবে তাও দেখা যাচ্ছে।