দেবারতি ভৌমিকের পরিচালনাতে আসছে নতুন ছবি নজরবন্দি। ছবিতে মুখ্য ভূমিকায় আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, মধুমিতা সরকার। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে অনিন্দিতা বসু এবং রাজনন্দিনী পাল কেও। একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে সোহাগ সেনকে।
মূলত নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে কোন পুরুষ চরিত্র থাকবে না। ছবিতে পরিচালনার পাশাপাশি গল্প কর এবং চিত্রনাট্যকার হিসেবে থাকছেন দেবারতি। ছবিতে মেকআপ ম্যান হিসেবে থাকছেন সোমনাথ কুন্ডু। সংগীত পরিচালক হিসেবে থাকছেন সৌম্য- ঋত। প্রযোজনার দায়িত্বে রয়েছেন হিমাংশু কাটিয়া।
ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে যে অভিনেত্রীরা এই ছবিতে অভিনয় করছেন, তা দেখে বলাই যায় যে ছবিটি দর্শককে ভালো কিছুই দিতে পারবে।