এটা আমাদের গল্পের পর আবারও পরিচালকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মানসী সিনহাকে। তার নতুন ছবির নাম ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। ছবিটি প্রযোজনা দায়িত্বে রয়েছে ধাগা প্রোডাকশন।
সবার প্রথমে নজর কাড়ে এ ছবির কাস্ট। ছবিতে থাকছেন অপরাজিতা আঢ্য, অর্জুন চক্রবর্তী, চন্দন সেন, খরাজ মুখপাধ্যায় সহ আরও অনেকে। ছবির গল্প সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সূত্রে খবর, ছবিতে অভিনয় করেছেন ৫১ জন নতুন মুখ। এই প্রথমবার অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন অন্বেষা চক্রবর্তী। সিরিয়াল জগতের চেনা মুখ অন্বেষা। এছাড়াও ছবিতে রয়েছেন ফাল্গুনি চ্যাটার্জী এবং দেবপ্রতিম দাশগুপ্ত।
ছবিটি মুক্তি পাচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে। মানসী সিনহার আগের ছবি বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছিল। সেই জায়গা থেকে বলা যেতে পারে, এই ছবির ক্ষেত্রেও তার অন্যথা হবে না।