স্ত্রী কিয়ারা আডবানির সঙ্গে বছরখানেক দাম্পত্য জীবন, যাতে ঘুণ ধরতে দেখা যায়েনি এক ফোঁটাও তাহলে বছর ঘুরতে না ঘুরতেই জাহ্নবী কাপুরের সঙ্গে নাম কেন জড়াল সিদ্ধার্থ মালহোত্রার! চমকে উঠতে হবেনা, নাম জড়িয়েছে একটি নতুন ছবি করার কল্যাণেই। অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে প্রথমবার পর্দায় জুটি বেঁধে হাজির হতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ডার্ক থ্রিলার কিংবা অ্যাকশন জমানায়, নিখাদ প্রেমের গল্প দর্শককে উপহার দিতে চলেছেন তাঁরা। রোম্যান্টিক কমেডি ঘরানার সেই ছবির নাম ‘পরম সুন্দরী’। ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন তুষার জলোটা।
জানা যাচ্ছে, ছবিতে একজন দিল্লির ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে। অন্যদিকে, জাহ্নবীর চরিত্রটি এক দক্ষিণী ভারতীয় মেয়ের,যে পেশায় শিল্পী। দু’টি মানুষ পরস্পরের থেকে সম্পূর্ণ রুচিবোধ থেকে মানসিকতায় ভিন্ন । একজন উত্তর ভারতের, আর একজন দক্ষিণ ভারতের দু’জন মানুষ কীভাবে পরস্পরের প্রেমে পড়ল এবং তাদের ভিন্ন মানসিকতার সমস্ত বেড়াজাল ছিন্ন করে দু’জন দু’জনের হাত শক্ত করে আঁকড়ে ধরে একে অপরের হৃদয়ে ভালোবাসার বীজ বপন করল,তা নিয়েই এই ছবি।
‘স্ত্রী ২’ এবং ‘মুঞ্জ্যা’র পোশাকের দায়িত্বে ছিলেন যে শীতাল শর্মা, এই ছবিতেও তাঁর ওপরেই দায়িত্ব পড়েছে। ‘ মিমি ‘ ছবির বিখ্যাত গান ‘ পরম সুন্দরী ‘ নামেই নামাঙ্কিত করা হয়েছে এই ছবির। তবে কৃতি শ্যাননের ক্যামিও আছে কিনা সে বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।
‘পরম সুন্দরী’র প্রথম দফার আউটডোর শুটিং হবে দিল্লিতে এবং কেরালায়। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। মুম্বইয়ের একটি নামী স্টুডিওতে শুরু হয়েছে সিদ্ধার্থ ও জাহ্নবীর বাড়ির আলাদা আলাদা সেট তৈরির কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে ‘পরম সুন্দরী’র শুটিং।