বাংলার নাত্যজগতের সম্রাজ্ঞী বিনোদনী দাসীর কথা তো সবাই জানেন। এবার সেই চরিত্রে বড়পর্দায় অবতীর্ণ হচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবির নাম “বিনোদিনী- একটি নটির উপাখ্যান। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্ছারস এবং প্রমোদ ফিল্মসের প্রযোজনায় ছবিটির পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায়। ছবিতে রুক্মিণী ছাড়াও থাকছেন কৌশিক গাঙ্গুলী, রাহুল বোস, মীর আফসার আলি সহ আরও অনেকে। আজই মুক্তি পেলো ছবির টিজার।
প্রথম ঝলকেই নজর কাড়লেন রুক্মিণী। সাজ-সজ্জা, ধরণ সব দিক দিয়েই তিনি নটি বিনোদিনী হয়ে ওঠার সম্পূর্ণ চেষ্টা করেছেন। পাশপাশি নজর কেড়েছেন কৌশিক গাঙ্গুলীও। তবে ছবিতে মীরকে এখনও দেখানো হয়নি। টিজারে দেখানো হয়েছে বিখ্যাত স্টার থিয়েটারও।
নতুন বছরে ২৩ শে জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘টেক্কা’তে প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়। তার পুনরাবৃত্তি এই ছবিতেও হয় কিনা, সেটাই দেখার।