বড়পর্দায় আসছে নতুন বাংলা ছবি ‘সন্তান’। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী সহ আরও অনেকে। পাশাপাশি অন্য একটি চরিত্রে থাকছেন শুভশ্রী গাঙ্গুলী। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। আজ মুক্তি পেলো এই ছবির একটি পোস্টার।
বাবা-ছেলের সম্পর্কে কেন্দ্র করে তৈরি হয়েছে ছবির প্রেক্ষাপট। সম্ভবত এই চরিত্রগুলিতেই দেখা যাবে মিঠুন এবং ঋত্বিককে। ছবিতে একজন উকিলের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। পাশপাশি ছবিতে থাকছে কিছু নতুন মুখও।
আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে এই ছবি। ছবিতে যে সব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের দেখতে যে হলে দর্শক ভিড় করবে, তা এককথায় জোর দিয়েই বলা যায়। অন্যদিকে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তারও কিন্তু ফ্যানবেস কম বই বেশি নয়। তার শেষ সিরিজ ‘ আবার প্রলয় ‘ বেশ প্রশংসা পেয়েছে সিনেমা মহলে। তার ওপর ভিত্তি করেই বলা যায়, এই ছবিও বেশ ভালোই বক্স অফিস সাফল্য আনতে পারবে।