মুক্তি পেলো পরিচালক কালীসের নতুন ছবি বেবি জন ছবির টেসটার কাট অর্থাৎ টিজার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান,জ্যাকি শ্রফ, ওয়াকামা গাব্বি, কীর্তি সুরেশ সহ আরও অনেকে। জ্যোতি দেশপাণ্ডের প্রযোজনায় ছবিটি পরিবেশনা করেছেন অ্যাটলি।
পুরোপুরি অ্যাকশন প্যাকড ছবি ‘বেবি জন’।অন্ততপক্ষে টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। ছবিতে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে জ্যাকি শ্রফকে। সূত্রের খবর, তার চরিত্রে থাকতে পারে চমক। পাশপাশি মাস অবতারে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ানকে। এছাড়াও ওয়াকামা গাব্বিও নজর কেড়েছেন টিজারে।ছবিতে আর কোন অভিনেতা অভিনেত্রী থাকছেন,তা নিয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি।
চলতি বছরে ২৫ শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। টিজার মুক্তি পাওয়া মাত্রই দর্শকের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। সেই উন্মাদনার রেশ যে বড়পর্দাতেও দেখা যাবে, তা বোঝা যাচ্ছে ইতিমধ্যেই। পাশপাশি, ছবি যে বক্স অফিসে ভালো সাফল্য আনতে পারে, তাও এখন থেকেই বোঝা যাচ্ছে।