Aankhon Ki Gustaakhiyan : এ যেন এক ভিন্ন প্রেমের গল্প। তবে এই প্রেমের মধ্যে লুকিয়ে রয়েছে অনেক কিছু। সম্প্রতি বড়পর্দায় মুক্তি পেয়েছে নতুন ছবি আঁখো কি গুস্তাখিয়ান ছবির ট্রেলার। কেমন হলো ছবির ট্রেলার? জেনে নিন বিস্তারিত।
ছবিটি যে মূলত রোমান্টিক ড্রামা, তা ট্রেলারেই সুস্পষ্ট। ছবিটি পরিচালনা করেছেন সন্তোষ সিং। মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রান্ত মাসী এবং সায়ানা কাপুর। প্রখ্যাত লেখক রাস্কিন বন্ডের ‘The eyes Have it’ গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট।
ট্রেলারে প্রধান আকর্ষণ কিন্তু বিক্রান্ত মাসী স্বয়ং। তার অভিনয় দেখবার মতো। এক একটি মুহূর্তে কে তিনি যেন জীবন্ত করে তুলেছেন এই ট্রেলারে। পাশাপপাশি, সায়ানার অভিনয়ও বেশ ভালো। এছাড়াও বলতে হবে এই ছবিতে গানের কথা। বিশাল মিশ্র রয়েছেন এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে। ইতিমধ্য়েই ছবির একটি গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন – Bibhison Review : লাল মাটির দেশে নৃশংস খুন! কেমন হলো নতুন সিরিজ বিভীষণ?
আগামী ১১ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি আঁখো কী গুস্তাখিয়ান। তাহলে আর দেরী কেন এখনই দেখে নিন এই নতুন ছবির ট্রেলার এবং আমাদের জানান কেমন লাগলো।