“Aap Jaisa koi”: প্রেমের পরিভাষা ঠিক কেমন? তার উত্তর দেবে নেটফ্লিক্সের নতুন শো আপ জায়সা কই। এই শোর পরিচালক ভিভেক সনি। মুখ্য চরিত্রে থাকছেন আর মাধবন এবং ফতিমা সানা শেখ।
এই ছবি যে এক ভিন্ন প্রেমের সংজ্ঞা বলবে, তা সুস্পষ্ট। পাশাপাশি এই ট্রেলারে অভিনয়ের ঝলক যে মুগ্ধ করবে দর্শকদের, তা আর বলার অপেক্ষা রাখেনা। বিশেষ করে মাধবন এবং ফতিমা। তাদের মধ্যে যে স্নিগ্ধতা পর্দায় ফুটে উঠেছে, তা আরও এই ছবি দেখার আগ্রহ বাড়িয়ে দেয়।
আরও পড়ুন – Kaalidhar Lapataa Trailer out now: আসছে নিতুন ছবি কালিধর লাপাতা
ছবির শুটিং হয়েছে কলকাতাতেই। হাওড়া ব্রিজ, কফি হাউস , প্রেমের যে সংমিশ্রণ, তা ট্রেলারে দেখতেও বেশ লাগে। ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকছেন টলিউড অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।
আগামী ১১ জুলাই মক্তি পাচ্ছে ‘ আপ জায়সা কই”। এক ভিন্ন প্রেমের গল্পে মজতে উৎসুক দর্শকরা। ট্রেলার দেখতে ক্লিক করুন itsmajjabangla।