সিঙ্ঘম এগেন’ ছবি মুক্তির প্রাক্কালেই শোনা গেল অজয় দেবগণের নতুন ছবি ‘নাম’ য়ের কথা। ছবিতে নামভুমিকাতেই থাকছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন অনিশ বাজমি। সম্প্রতি ‘ ভুল্ভুলাইয়া ৩’ ছবিতেই পরিচালক হিসেবে কাজ করলেন তিনি। রোংতা এন্টারটেনমেন্টের পরিবেশনায় এই ছবিতে প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনিল রোংতা।
ছবির বিষয়বস্তু সমন্ধে এখনও কিছু জানাননি নির্মাতারা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, ছবিতে থাকতে পারে ভরপুর অ্যাকশন। ছবিতে বাকি অভিনেতাদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।
আগামী ২২ শে নভেম্বর মুক্তি পাবে এই ছবি। তবে তার আগেই পরিচালক এবং অভিনেতা নামছেন লড়াইয়ের ময়দানে। একদিকে আসছে অনিশ বাজমি পরিচালিত ভুলভুলাইয়া ৩ এবং অজয় দেবগণ অভিনীত ‘ সিঙ্ঘম এগেন’। ছবি দুটি মুক্তি পাচ্ছে আগামী ১ লা নভেম্বর।