Aksay Kumar:একের পর এক ছবির ঘোষণা করে যাচ্ছেন তিনি। কিছু ছবি পাচ্ছে প্রশংসা, আর কিছু ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি স্কাই ফোরস। পাশপাশি ‘ভূত বাংলা’ ছবিরও ঘোষণা করেছেন তিনি। এরই মধ্যে আরেকটি ছবির ঘোষণা করলেন অক্ষয়। যার নাম ‘কানাপ্পা’। দেবাদিদেব মহাদেবের চরিত্রে তাকে দেখা যাবে এই ছবিতে। তবে আরও চমকের বিষয় হলো, বলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি তেলেগু ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। যেখানে তিনি নীলকণ্ঠ হয়ে হাতে ত্রিশূল নিয়ে প্রলয় নৃত্যের ভঙ্গিতে রয়েছেন। অন্যদিকে কানাপ্পার চরিত্রে থাকছেন তেলেগু অভিনেতা বিষ্ণু মাঞ্চু। কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবির কাস্ট বিশাল হতে চলেছে। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ কুমার সিং।
আরও পড়ুন- WEEKLY HOROSCOPE: সাপ্তাহিক রাশিফল
আগামী ২৪ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে কানাপ্পা। বলিউডে অক্ষয় কুমারের কাজ তো দেখেছেন প্রত্যেক সিনেপ্রেমীরা।

কানাপ্পা ছবিতে শিবের চরিত্রে অক্ষয় কুমার।