মনমোহন দেশাইয়ের ১৯৭৭ এর ছবি ‘অমর আকবর অ্যান্টনি’ আজও দর্শক মননে উজ্জ্বল তাতে দেখানো সাম্প্রদায়িক সম্প্রতির জন্যে।এতকালে এই হিন্দী ছবিটি আরো তিনটে ভাষায় পূননির্মিত হয়েছে। ১৯৭৮ এ তামিল ভাষায় ‘শঙ্কর সালিম সিমন’। এতে সিমনের চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত। তেলেগু ছবি ‘রাম রবার্ট রহিম’ তৈরি হয় ১৯৮০ তে। ‘জন জাফার জানার্দান’ ১৯৮২ তে তৈরি হয় মালায়ালাম ভাষায়।
হিন্দীতে রিমেকের দায়িত্বে রয়েছেন পরিচালক ডেভিড ধাওয়ান। সলমন খান, শাখরুখ খান, আমির খান কে দেখা যাওয়ার কথা বিনোদ খান্না, ঋষি কাপুর, অমিতাভ বচ্চনের অভিনীত চরিত্রে। বলিউডের তিন খানকে একসাথে কোনো ছবিতে দেখা যায়নি। তাই অমর আকবর অ্যান্টনির রিমেক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। আমির-সলমন কে একসাথে দেখা গেছিল ‘আন্দাজ আপনা আপনা’তে (১৯৯৪)। শাখরুখ-সলমন কে একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে। এই দুই সুপারস্টারকে একসাথে প্রথম দেখা যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’তে (১৯৯৮)। সাম্প্রিককালে তাঁদের একসাথে দেখা গেছিল ‘পাঠান’ (২০২৩) এবং ‘টাইগার থ্রি’ (২০২৩) ছবিতে। শাহরুখ এবং আমির একসাথে কোনো ছবি করেননি।
এক্ষেত্রে, উল্লেখযোগ্য, সলমান খান, আরবাজ খান, সোহেল খান কে নিয়ে আগেও এই ছবির শুটের কাজ হওয়ার কথা হয়েছিল।প্রথমে, রিমেক ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিলেন সাজিদ খা, পরে রমেশ তুরানি দায়িত্ব নেন। মূল ছবিটির স্তত্ত্ব আপাতত রয়েছে ‘টিপ্স’ এর মালিকের কাছে।