Aro ekta Lear: সিনেমার পাশাপাশি থিয়েটারেও সমান তালে মঞ্চ মাতিয়েছেন অভিনেতা অঞ্জন দত্ত। নতুন নাটক ‘আরও একটা লিয়ার’ এ তিনি শেষবার অভিনয় করতে চলেছেন। তবে এই খবর অনেকদিন আগেই সমাজ মাধ্যমে জানিয়েছিলেন তিনি। আগামী ৯ই মার্চ জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে এই নাটকের পরের শো।
মূলত এক অন্ধকার জগতের গল্প বলবে এই নাটক ‘ আরও একটা লিয়ার’। নাটকের নির্দেশক অঞ্জন দত্ত স্বয়ং। তিনি থাকছেন কিংবদন্তি চরিত্র কিং লিয়ারের চরিত্রে। পাশাপাশি গ্লসটারের চরিত্রে রয়েছেন লোকনাথ দে এবং কেন্টের চরিত্রে সুপ্রভাত দাস। অন্যদিকে এডমনডের চরিত্রে থাকছেন শুভ্রসৌরভ দাস।

রাজা লিয়ারের চরিত্রে অঞ্জন দত্ত।
তাহলে আর দেরী কেনো? আজই টিকিট কেটে নিন এই নাটকের শো। ক্লিক করুন নীচের লিঙ্কে।