শাস্ত্রীর পর আবারও পরিচালক পথিকৃৎ বসুর সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার তার সঙ্গে দেখা যাবে অভিনেতা অঞ্জন দত্ত কেও। সিনেমার নাম ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। এই প্রথমবার এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে সিনেমার পর্দায়। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে কহক স্টুডিয়োস। সম্প্রতি শুরু হয়েছে এই ছবির শুটিং।
ছবিতে মিঠুন এবং অঞ্জন ছাড়াও থাকছেন একাধিক কলাকুশলী। যার মধ্যে রয়েছেন পরম্ব্রত চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, সত্যম ভট্টাচার্য, মধুমিতা সরকার, রোশনি ভট্টাচার্য ।ছবিতে দেখা যাবে অভিনেতা বিশ্বনাথ বসুকেও। মূলত বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট। এ বাদে ছবির গল্প সম্পর্কে বিশদে কিছু যায়নি। সূত্রে খবর, ছবিতে অতিথি শিল্পী হিসেবে থাকতে পারেন পরিচালক রাজ চক্রবর্তী।
প্রথম বারের জন্য টলিউড জগতের এই দুই মহারথীকে দেখতে ইতিমধ্যেই উন্মাদনায় রয়েছে দর্শকমহল। অন্যদিকে, এই দুই অভিনেতার অভিনয় জীবন শুরু কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘শাস্ত্রী’তে অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা পেয়েছেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি, তার সঙ্গে এবার থাকছেন অঞ্জন দত্তের মতো অভিনেতা। এই দুই অভিনেতার অভিনয় দক্ষতা যে ছবিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে, সে কথা জোর দিয়েই বলা যায়।