গত ১৬ই অক্টোবর ‘সারেগামা বাংলা’-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘জমালয়ে জীবন্ত ভানু’-র ট্রেলার। এই ছবি পরিচালনার দায়িত্ব সামলেছেন ডাঃ কৃষ্ণেন্দু চ্যাটার্জি। বুড়ীমা চিত্রম নিবেদিত ও সুমন কুমার দাস প্রযোজিত এই ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে ১৫ই নভেম্বর। ১২ই অগাস্ট মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। ছবির নাম থেকেই বোঝা যাচ্ছে, এই ছবির সাথে ভানু বন্দ্যোপাধ্যায় এবং তার অভিনীত ‘জমালয়ে জীবন্ত মানুষ’ ছবিটি জড়িত। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে এই ছবিটি ভানু বন্দোপাধ্যায়ের বায়োপিক নয়, বরঞ্চ ফ্যান্টাসি-কমেডি ঘরানার ছবি, যার প্রেক্ষাপট বর্তমান সময়কাল কে ধরে।
প্রথমে, এই ছবিটি পরিচালনার করার কথা ছিল সায়ন্তন ঘোষালের, কিন্তু শেষ অবধি পরিচালনা করেছেন ডাঃ কৃষ্ণেন্দু চ্যাটার্জি। এই ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও লিখেছেন ডাঃ কৃষ্ণেন্দু চ্যাটার্জি। ছবি সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র। শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, বাসবদত্তা চ্যাটার্জি, দেবলীনা দত্ত, দর্শনা বণিক সহ আরো অনেককে।