Bhagaam Bhag 2: ভাগ ছবির কথা আশা করা যায় সবার মনে আছে! এমন দমফাটা হাসির গল্প সবারই স্মৃতিতে রয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গেছিলো অক্ষয় কুমার,গোবিন্দা,পরেশ রাওয়াল সহ আরও অনেককে। সূত্রে খবর, আসছে এই ছবির সিক্যুয়াল ‘ভাগাম ভাগ ২’।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রিক্যুয়াল ‘ভাগাম ভাগ’। সেই ছবিতে অক্ষয় কুমার,গোবিন্দা,পরেশ রাওয়ালের পাশাপাশি রাজপাল যাদব, লারা দত্ত, তনুশ্রী দত্ত সহ আরও অনেককে। সেই সময় দাঁড়িয়ে বক্স অফিসে বেশ ভালো সাফল্য এনেছিল এই ছবি। বিশেষ করে ছবির কিছু দৃশ্য যেন আজও যেন দর্শকের মুখে মুখে ঘোরে। সম্প্রতি শীমারু এনটারটেনমেনট কর্ণধার জানিয়েছেন এই ছবির সিক্যুয়ালের কথা। এর আগের পার্টটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তবে এই ছবিটি কে পরিচালনা করেছেন, সেই সমন্ধে এখনও বিশদে কিছুই জানা যায়নি।

ভাগাম ভাগ ছবির দৃশ্য।
আরও পড়ুন- আসছে নতুন ছবি ‘অগ্নি’,মুখ্য ভূমিকায় দিব্যেন্দু,প্রতীক
সশোনা যাচ্ছে, আগামী বছরে শুটিং শুরু হতে পারে এই ছবির। ইতিমধ্যেই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে, সুতরাং আরও একবার বক্স অফিস সাফল্যের মুখ দেখতেই পারে এই ছবি।
আরও পড়ুন – New series Kalratri hoichoi coming soon:‘দেবী’ রূপে সৌমিতৃষা, আসছে ‘কালরাত্রি