Bhaggyolokkhi: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে টিজার। এবার এলো ছবির ট্রেলার। মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে নতুন ছবি ভাগ্যলক্ষ্মী। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায়। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়।
ছবিতে ঋত্বিক- সোলাঙ্কি ছাড়াও ছবিতে থাকছেন সুজন নীল মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিত সরকার, অরিত্র গাঙ্গুলী, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে সহ আরও অন্যান্যরা। ছবির ট্রেলার মুক্তির পরপরই দর্শকমহলে শুরু হয়েছে উত্তেজনা। তাদের মতে, ছবির ট্রেলার ভীষণই চিত্তাকর্ষক।
আরও পড়ুন- Debi Chowdhurani pre teaser:বড়পর্দায় শ্রাবন্তী- প্রসেনজিৎ, আসছে দেবী চৌধুরানী
নতুন বছরে ১০ই জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি ভাগ্যলক্ষ্মী। ইতিমধ্যেই এই ছবি নিয়ে শুরু হয়েছে উন্মাদনা। আশা করা যায় বক্স অফিসে এই ছবি বেশ ভালোই সাফল্য লাভ করবে।