বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। গতকালই জায়গায় জায়গায় উদযাপিত হলো ভাইফোঁটা। পাশাপাশি ভাইফোঁটা দিলেন অনেক তারকারা। অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের ভাইফোঁটা উদযাপনে পৌঁছে গেলো Itsmajja Bangla র টিম।
অভিষেক রায়ের স্টুডিওতেই এসছিলেন স্বস্তিকা। তার মতে, “ভাইফোঁটা আমার কাছে ভীষণ সুন্দর ফিলিং। আমাদের দুজনেই ব্যস্ত আমাদের কাজ নিয়ে। তার মধ্যেই আমাদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আজকের দিনটার জন্য সময় বার করি। আমার নিজের ভাই বা দাদা না থাকলেও অভিষেক দার সাথে আমার সম্পর্ক ভীষণ মিষ্টি। বাবা মায়ের পর অভিষেক দার কাছেই সব আবদার করতে পারি।“
অন্যদিকে অভিষেক জানিয়েছেন, “আমাদের কাজের সূত্রে পরিচয় হলেও কাজের বাইরেও একটা সুসম্পর্ক তৈরি হয়েছে।সেটাই আসল। সবসময় যে রক্তের সম্পর্ক থাকলেই কাছের হবে তেমনটা নয়। ব্যক্তিগত সম্পর্কটাই আসল।
দাদার পছন্দের মিষ্টি এনেছিলেন স্বস্তিকা। পাশাপাশি সমস্ত আচার আচরণ পালন করেই ভাইফোঁটা পালন করলেন তিনি। তাহলে আর দেরী কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন পুরো সাক্ষাৎকারটি।
বিনোদন জগতের নানা তথ্য জানতে আজকেই চোখ রাখুন Itsmajja Bangla তে। পাশাপাশি ফলো করুন ইউটিউব,ফেসবুক এবং ইন্সটাগ্রামে।