Bhool chuk maaf :পরপর দুবার নাকি গায়ে হলুদ? কি হচ্ছে রাজকুমার রাওয়ের সাথে? সত্যিই কি পরপর দুবার গায়ে হলুদ হচ্ছে না তিনি আটকে যাচ্ছেন টাইম লুপে? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে নতুন ছবি ভুল চুক মাফ। ছবিটি পরিচালনা করেছেন করণ শর্মা। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ম্যাডক ফিল্মস।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির টিজার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। এই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে বড়পর্দায়। ছবির টিজারেই নজর কেড়েছেন অভিনেতারা। বিশেষ করে নজর কেড়েছেন রাজকুমার রাও। প্রথম দৃশ্য থেকেই তার অভিনয় দেখবার মতো।
আরও পড়ুন – Crazxy movie trailer:আসছে “Crazxy”,তুম্বাডের পর ফিরছেন সোহম শাহ
আগামী ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে ভুল চুক মাফ। ম্যাডক ফিল্মসের এই নতুন ছবি, তার ওপর আবার এমন অভিনেতা- অভিনেত্রীরা রয়েছেন ছবিতে। নতুন এই ছবি বড়পর্দায় কতোটা দর্শকদের মনোরঞ্জন দিতে পারে, সেটাই দেখার।