মুক্তি পেল নতুন ছবি ভুল ভুলাইয়া ৩ র টাইটেল ট্র্যাক। গানটি গেয়েছেন দিলজিত দোসাঞ্ঝ,নীরজ শ্রীধর এবং জনপ্রিয় গায়ক পিটবুল। এই প্রথমবার কোন হিন্দি গানে গাইলেন তিনি। গানের লিরিক্স লিখেছেন ধ্রুব যোগী এবং সমীর। সঙ্গীত পরিচালনা করেছেন তানিস্ক বাগচি এবং প্রীতম। ছবিটি পরিচালনা করেছেন অনিশ বাজমি। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিম্রি, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান সহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক কে।
ইতিমধ্যেই বহু দর্শকের নজর কেড়েছে এই গান। টিজার, ট্রেলারের পাশাপাশি গানেও নজর কেড়েছেন কার্তিক আরিয়ান। হিন্দি গানের সঙ্গে ইংরেজি গানের র্যাপের যে সংমিশ্রণ, তা সত্যিই বেশ চিত্তাকর্ষক।
আগামী দীপাবলিতে মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই বহু মানুষের ভালবাসা পেয়েছে এই টিজার এবং ট্রেলার। পাশাপাশি ছবির গানও বেশ প্রশংসা পেয়েছে দর্শক মহলে। তবে বড়পর্দাতেও এই উন্মাদনা বজায় থাকে কিনা, সেটাই দেখার।