Bibhison : লাল মাটির দেশে এবার নৃশংস খুন তদন্তের ভার পড়লো সাবইন্সপেক্টর বিধান সেনের ওপর। কী হবে এর পরিণতি? জানতে হলে দেখতে হবে নতুন সিরিজ বিভীষণ। কেমন হলো এই সিরিজ? জেনে নিন এখনই।
এই সিরিজটি প্রধানত তামিল সিরিজ ভিলাঙ্গুর রিমেক। পরিচালক রাজা চন্দ তারই বাংলা রুপান্তর করেছেন। সিরিজে মুখ্য ভুমিকায় রয়েছেন সোহম মজুমদার, দেবচন্দ্রিমা সিংহ রায়, সঞ্জীব সরকার, অমিত সাহা সহ আরও অনেকে। সিরিজে সোহম এবং দেবচন্দ্রিমাকে ভীষণ ভালো লেগেছে। তবে আলাদা ভাবে নজর কেড়েছেন অমিত সাহা। তার অভিনয়ের প্রশংসা না জানিয়ে উপায় নেই।
আরও পড়ুন – ItsmajjaBangla Exclusive : নতুন ছবি মৃগয়া নিয়ে কী বললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী?
এছাড়াও সিরিজের চিত্রগ্রাহকের প্রশংসা করতে হবে। বিশেষ করে জঙ্গলের মধ্যে যেসব দৃশ্য রয়েছে, তা ভীষণ ভালো ভাবে শুট করা হয়েছে। তবে সিরিজে সঞ্জীব সরকারের একটি দৃশ্য আলাদা ভাবে বসানো হয়েছে, যা দৃষ্টিকটু লাগে।
তবে একটা কথা না বললেই নয়, এই সিরিজে মধ্যভাগ বেশ খানিকটা দীর্ঘায়িত করা হয়েছে। এছাড়াও মূল বিষয় থেকেও একসময় সরে যায় সিরিজ। এই সবকিছু সরিয়ে রাখলে এই সিরিজ মোটের ওপর বেশ ভালো।
রেটিং – ৬/১০