চোর পুলিশের জুটিতে যদি চোর নানা রুপ নেয়, তবে সেই বহুরুপের চোরকে ধরা পুলিশের পক্ষে কঠিন হলেও, অসম্ভব নয়। ২০১৪ সালে বর্ধমান জেলায় ঘটা বোমা কেলেঙ্কারির পটভূমিকায় তৈরি হয়েছিল ‘রক্তবীজ’। ১৯৯৮ থেকে ২০০৩ থেকে সালের মধ্যে দক্ষিণ ২৪ পরগণার রায়পুরে ঘটে যাওয়া ব্যাঙ্ক ডাকাতির ঘটনাকে তুলে ধরা হয়েছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বহুরুপী’ ছবিতে।
বহুরুপীর প্রিমিয়ারে বসেছিল তারকার হাট। মানসী সিনহা, কাঞ্চন মল্লিক, বনি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, অনুপম রায়, সোলাঙ্কি রায় এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও, এয়ারপোর্ট থেকে সরাসরি প্রিমিয়ারে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি এবার পুজোয় রিলিজ করা প্রতিটি ছবিকে শুভেচ্ছা জানান।

ননীচোরা দাস বাউল
এই ছবিতে, ‘ঝিমলি-‘র চরিত্রে অভিনয় করেছেন কৌশানি মুখোপাধ্যায়। ঝিমলি একজন পকেট্মার, সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে অনেক ভেঙেছেন অভিনেত্রী। কৌশানি মুখোপাধ্যায়কে এর আগে ‘আবার প্রলয়’ তে ‘মোহিনী মা/মণি’-র চরিত্রে দেখা গেছিল, তিনি জানান মোহিনী মা/মণি এবং ঝিমলির পর তিনি আরো চ্যালেঞ্জিং চরিত্রের অপেক্ষায় আছেন।