৮ই অক্টোবর মুক্তি পাবে উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি ‘বহুরূপী’। নন্দীতা রায়-শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এই ছবির টিজার মুক্তি পেয়েছিল ছয় সেপ্টেম্বর। ছবির প্রথম গান ‘শিমুল পলাশ’ মুক্তি পেয়েছিল তেরো সেপ্টেম্বর। ২৫শে সেপ্টেম্বর মুক্তি পেল এই ছবির ‘আইটেম নাম্বার’ ‘ডাকাতিয়া বাঁশি’। ‘শিমুল পলাশ’ ও ‘ডাকাতিয়া বাঁশি’ দুটি গানেই গলা মিলিয়েছেন শ্রেষ্ঠা দাস, বনি চক্রবর্তী এবং ননীচোরা দাস বাউল। ‘ডাকাতিয়া বাঁশি’ গানটিতে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে ‘ঝিমলি’র চরিত্রে। এই প্রথমবার আইটেম নাম্বারের তালে পা মিলিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, গানটার শুটিং হয়েছে মাত্র আট ঘন্টায়।
‘শিমুল পলাশ’ গানটি মুক্তির দিন এক অভিনব প্রচার ব্যবস্থার সাক্ষী থাকলো কলকাতার নিউ মার্কেট অঞ্চল। বৃষ্টি ভেজা শহরের রাস্তায়, অভিনেত্রীকে নাঁচতে দেখা গেল, আরো অনেক বহুরূপী ও নৃত্যশিল্পীদের সঙ্গে। মেরুন শাড়ীতে, বৃষ্টিতে ভিজতে ভিজতে আসর জমালেন অভিনেত্রী। এই ছবিতে ‘ঝিমলি’র নায়ক শিবপ্রসাদ মুখার্জিও এইদিন প্রচারে উপস্থিত ছিলেন। নাচতে নাচতে শিবপ্রসাদকেও আসরে নিয়ে আসেন কৌশানি। এই ছবিতে, দুটি জুটি রয়েছে। পুলিশ অফিসার সুমন্ত ঘোষালের চরিত্রে আবির চট্টোপাধ্যায় ও তার স্ত্রী ‘পরী’র ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী। ব্যঙ্ক ডাকাত বিক্রম হিসেবে শিবপ্রসাদ মুখার্জি ও তার সাথে ‘ঝিমলি’র চরিত্রে কৌশানি। আবীর ও ঋতাভরী আগেও উইন্ডোজের ব্যানারে কাজ করেছেন। তবে, উইন্ডোজে প্রোডাকশন হাউজের সাথে এই প্রথম কাজ কৌশানীর।