Boman Irani :বোমান ইরানি। এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম একজন অভিনেতা।অভিনেতার পাশপাশি তিনি এবারপরিচালক,প্রযোজক,চিত্রনাট্যকারও তিনি। জনপ্রিয় ওটিটি অ্যাপ অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘ দ্য মেহতা বয়েজ’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ বাবা ছেলের ভূমিকাতে থাকছেন অভিনাশ তিওয়ারি এবং বোমান ইরানি। পাশাপাশি একটি বিশেষ চরিত্রে থাকছেন বন্দিস ব্যান্ডিটস খ্যাত নায়িকা শ্রেয়া চৌধুরী। ট্রেলারেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা- অভিনেত্রীরা।
আরও পড়ুন- Tarini khuro on OTT: ওটিটি অ্যাপে ফিরলেন তারিণীখুড়ো!
আগামী ৭ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই নতুন ছবি দ্য মেহেতা বয়েজ। অভিনেতা হিসেবে তিনি নিজেকে তো প্রমাণ করেছেনই, পরিচালক হিসেবে তিনি দর্শকদের কাছে কতোটা জনপ্রিয় হন, সেটাই দেখার।