বাঙালী ইউটিউবারের মুকুটে এবার নয়া পালক। জনপ্রিয় বাঙালী ইউটিউবার কিরণ দত্ত অর্থাৎ দ্য বং গাই এবার জায়গা করে নিলেন জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসে। শুধু তাই নয়, সেরা ১০ এর তালিকায় এবার উঠল তার নাম। শুধু বাঙালী ইউটিউব কমিউনিটি নয়, ভারতীয় ইউটিউব কমিউনিটির মুখ উজ্জ্বল করলেন কিরণ। ItsmajjaBangla র পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল কিরণের জন্য।
সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন কিরণ। তারপর ২০১৫ সাল থেকে ইউটিউবে যাত্রা শুরু হয় তার। তবে এই যাত্রা পথ কিন্তু সুগম ছিল না। প্রথম ভিডিও পোস্ট করার পর খুব ভালো যে ভিউজ যে এসছিলো তাও নয়, অন্যদিকে সাবস্ক্রাইবারও আসেনি তেমন। তবে কথায় আছে, কষ্ট করলে তবেই ভালো ফল পাওয়া যায়। তাই হল কিরণের সঙ্গে। বাংলায় এই মুহূর্তে ইউটিউবে শীর্ষস্থানে রয়েছে দ্য বং গাই। শুধু তাই নয়, ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠেছেন কিরণ।
এই মুহূর্তে প্রায় ৪০.৯ লাখ সাবস্ক্রাইবার রয়েছে বং গাইয়ের। পাশাপাশি পাভেলের পরিচালনায় ‘কলকাতা চলন্তিকা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।