Crazxy:একমাত্র কন্যাকে বাঁচাতে তৎপর বাবা। মুক্তিপণের জন্য দরকার ৫ কোটি! কী হলো হটাৎ? আসছে ‘তুম্বাড’ খ্যাত অভিনেতা সোহম শাহর পরবর্তী ছবি “Crazxy” । ছবিটি পরিচালনা করেছেন গিরিশ কোহলি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
সিনেপ্রেমীদের মতে, ভারতবর্ষের সর্বকালের সিনেমার মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ‘তুম্বাড’। সেই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সোহম শাহ। এই ছবিতেও মুখ্য ভূমিকাতে করেছেন সোহম। পাশাপাশি ছবির প্রযোজকদের মধ্যে একজন তিনি। তবে এই ছবির টিজারে তাকে চেনার উপায় নেই।
আগামী ২৮ শে ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে “Crazxy”। তুম্বাড ছবির পর থেকেই সোহম শাহকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছে সিনেপ্রেমীরা। আশা করা যায়, এই ছবি বক্স অফিসে ভালো সাফল্য আনতে চলেছে।