‘Dainee’ :হাতে কুড়ুল!মুখে কাটা দাগ! কি হলো মিমি চক্রবর্তীর? জনপ্রিয় ওটিটি অ্যাপ হইচইতে তার নতুন সিরিজ ‘ডাইনি’। ‘যাহা বলিব সত্যি বলিব’ সিরিজে শেষ দেখা গেছিল তাকে। এই নতুন সিরিজটি পরিচালনা করেছেন নির্ঝর মিত্র।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের একটি পোস্টার। সিরিজে মুখ্য ভুমিকাতেই থাকছেন মিমি। তিনি ছাড়া সিরিজে আর কে কে থাকছেন সেই সমন্ধে এখনও কিছু জানা যায়নি। সূত্রে খবর, মূলত থ্রিলার হতে চলেছে এই নতুন সিরিজ ‘ডাইনি’।
আরও পড়ুন – Jewel thief on netflix:নেটফ্লিক্সে আসছে নতুন ছবি ‘জুয়েল থিফ’
আগামী ১৪ মার্চ মুক্তি পাচ্ছে নতুন সিরিজ ডাইনি। হইচইয়ের এই নতুন সিরিজ দর্শকমহলে কতোটা জনপ্রিয়তা পায়,সেটাই দেখার।

নতুন সিরিজ ডাইনি।