Dear Maa : রক্তের সম্পর্ক না ভালোবাসার টান? কিসের বন্ধনে জড়িয়ে থাকে মা মেয়ের সম্পর্ক? সেই নিয়েই বড়পর্দায় আসছে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি ‘ডিয়ার মা’। পঙ্কজ ত্রিপাঠি অভিনীত কড়ক সিং এর পর আবার আসছে নতুন ছবি। একজন মা এবং মেয়ের সম্পর্কের গল্প বলবে এই ছবি। কারা কারা থাকছেন এই নতুন ছবিতে? জানুন বিস্তারিত।
নতুন এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসানকে। পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চন্দন রায় সান্যালকে। এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে থাকছেন সায়ন মুন্সী। ছবিতে থাকছেন বর্ষীয়ান অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়। সম্প্রতি এই পোস্টার মুক্তি পেয়েছে।
পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে দ্বিতীয় বার কাজ করতে চলেছেন অভিনেত্রী জয়া আহসান। কড়ক সিং ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেই ছবিটি খুব একটি প্রশংসিত হয়েছে তাও নয়। নতুন এই ছবিতে তাঁদের কাজ কতোটা প্রশংসিত হয়, এখন তাই দেখার। আগামী ১৮ জুলাই মুক্তি পাচ্ছে এই এই নতুন ছবি ডিয়ার মা।
