১৯৫৪ সালের ৯ ডিসেম্বর কলকাতায় জন্ম গ্রহণ করেন দেবরাজ রায়। ওনার বাবা নাট্যকার তরুণ রায় ও মা মঞ্চ অভিনেত্রী দীপান্বিতা রায়। দেবরাজ রায় ছোটবেলা থেকেই নাট্য মঞ্চের সাথে যুক্ত। ওনার চলচ্চিত্রে অভিষেক সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০) ছবিতে ‘টুনু’ চরিত্র দিয়ে। এরপরে মৃণাল সেন-এর ‘কলকাতা ৭১’ (১৯৭২), দীনেন গুপ্ত পরিচালিত ‘মর্জিনা আব্দুল্লা’ (১৯৭২), তপন সিংহ-এর ‘রাজা’ (১৯৭৫), তরুণ মজুমদার পরিচালিত ‘গণদেবতা’ (১৯৭৯) সহ আরো বহু ছবিতে অভিনয় করেন তিনি। মর্জিনা আব্দুল্লা ছবিতে, দেবরাজ রায় আলীবাবার ছেলে কাশেমের চরিত্রে অভিনয় করেছিলেন। কাশেমের লিপে মান্না দে’র ‘বাজে গো বীণা’ গানটি আজও সমান জনপ্রিয়। ১৯৭৬ সালে অভিনেত্রী অনুরাধা রায়ের সাথে গাঁঠছড়া বাধেন তিনি। শুধুমাত্র চলচ্চিত্রে অভিনয়ই নয়, আকাশবাণী, দূরদর্শন, RPG cable radio-এর সংবাদ পাঠক হিসেবেও উনি সমান জনপ্রিয়। টেলিভিশন ধারাবাহিক এবং টেলিফিল্মেও বহুদিন ধরে কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। ২০১৭ সালে সেরিব্রাল স্ট্রোক হওয়ার পর থেকে বাড়িতেই থাকতেন তিনি। ১৭ই অক্টোবর সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সে মারা যান তিনি। ওনার স্ত্রী অনুরাধা জানান, যতটা পরিচিতি পাওয়ার কথা ছিল ততটা পেলেননা দেবরাজ রায়। ওনার শেষকৃতে উপস্থিত ছিলেন ওনার সহকর্মী ও বন্ধুরা।