কানাঘুষো নাকি শোনা যাচ্ছে, বিক্রি হচ্ছে বিখ্যাত ধর্মা প্রোডাকশন। নাহ, ঠিক তা নয়। প্রযোজক এবং পরিচালক করণ জোহারের ‘ধর্মা প্রোডাকশনের ৫০% শেয়ার নিলেন সিরাম ইন্সিটিউটের কর্ণধার আদার পুন্নাওয়ালা। করোনা ভাইরাসের ভ্যাক্সিন তৈরির নেপথ্যে ছিল এই সিরাম ইন্সিটিটিউট।
শোনা যাচ্ছে, ১০০০ কোটি টাকা তিনি বিনিয়োগ করেছেন তিনি এই প্রোডাকশনে। যার মধ্যে রয়েছে সা রে গা মা ইন্ডিয়াও। কর্ণধার আদার জানিয়েছেন,” এমন এক প্রযোজনার অংশীদার হতে পারা সত্যিই ভাগ্যের। আমার বন্ধু করণের হাত ধরে এই প্রযোজনাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”
অন্যদিকে, প্রযোজক করণ জোহার জানিয়েছেন, “কালজয়ী সমস্ত ছবির প্রযোজনা করেছে ধর্ম্যা প্রোডাকশন। বাবা এই প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। আজ, আমার বন্ধু আদারের সঙ্গে শুরু হল নতুন পথচলা। আরও অনেক নতুন গল্প নিয়ে আসব আমরা।“
ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহেতার মতে, “এই প্রযোজনা সংস্থার সাথে আমি যুক্ত অনেক বছর ধরেই। বছরের পর বছর ধরে যেসব কন্টেন্ট তারা তৈরি করছে, তা সত্যিই মুগ্ধ করে। পাশাপাশি, এই বিনিয়োগ আমাদের এগিয়ে যেতে সত্যিই সাহায্য করবে।
ডিয়ার জিন্দেগি,কলঙ্ক,ব্রহ্মাস্ত্রের মত ছবির প্রযোজনার দায়িত্বে ছিল ধর্মা প্রোডাকশন। তারও আগে বহু কালজয়ী ছবির নেপথ্যে ছিল ধর্মা প্রোডাকশনের হাত। গত ১১ ই অক্টোবর মুক্তি পেয়েছে এই প্রযোজনার নতুন ছবি জিগরা।