Dhoomketu: দেব শুভশ্রী জুটির অভিনীত শেষ ছবি ধুমকেতু নিয়ে আজও সিনেপ্রমীদের মধ্যে উদ্বেগ। ২০১৮ সালে শুটিং শেষ হওয়ার পরও নানাবিধ কারণের জন্য মুক্তি পায়নি সেই ছবি। বিশেষত প্রযোজনা সংস্থা জনিত কারণের জন্য মুক্তি পায়নি এই ছবি। তবে সম্প্রতি একসঙ্গে দেখা গেছে সুপারস্টার দেব এবং প্রযোজক রানা সরকারকে। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিলেন তারা?
২০১৮ সালে শেষ হয়ে গেছে শুটিং। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। মুখ্য চরিত্রে রয়েছেন দেব, শুভশ্রী । পাশাপাশি, এই ছবিতে অভিনয় করেছেন ,রুদ্রনীল ঘোষ, দুলাল লাহিড়ী সহ আরও অন্যান্যরা। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনুপম রায়।

ধুমকেতু ছবিতে দেব এবং শুভশ্রী।
সম্প্রতি অনুপমকে দেখা গেছে একটি হার্ড ড্রাইভ হাতে। শোনা যাচ্ছে, ছবির গানগুলিকে আরও নতুনভাবে তৈরি করতে চাইছেন তিনি। এখন এই ছবি বড়পর্দায় কবে আসে তাই নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা। তবে এই পুরোনো জুটিকে বড়পর্দায় দেখতে আজও মুখিয়ে আছে সিনেভক্তরা।

সঙ্গীত পরিচালক অনুপম রায়।