Dhumketu: এ যেন ভরপুর নস্টালজিয়ার স্বাদ। সম্প্রতি মুক্তি পেল ধুমকেতু ছবি গান গানে গানে। বহু প্রতীক্ষিত এই গানে যেন পাওয়া গেল পুরনো দেব-শুভশ্রীকে।
ছবির গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। একেই ছবিতে দেব শুভশ্রী, তার ওপর অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল। এ যেন ভক্তদের কাছে এক উপরি পাওনা। পাশাপাশি এই ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায়।
আরও পড়ুন – Projapoti 2 shooting starts, আবার একসাথে দেব-মিঠুন জুটি, শুটিং শুরু হলো প্রজাপতি ২ এর
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার। প্রায় দশ বছর পর মুক্তি পাচ্ছে এই ছবি। তার জন্য যে উত্তেজনা দ্বিগুণ,সে কথা বলাই বাহুল্য। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, দশ বছর আগের ছবি হয়েও ছবির কাহিনী আজও প্রাসঙ্গিক। ছবিতে দেব এবং শুভশ্রী ছাড়াও আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, দুলাল লাহিড়ী সহ আরো অনেকে। তাহলে দেরী কেন? এখনই শুনে নিন এই নতুন গান। পাশাপাশি বিনোদনের সব রকম তথ্যের জন্য সাবস্ক্রাইব করবেন itsmajjaBangla।