Dhumketu : পুরোনো সময়ে ফিরে যাওয়ার যে আনন্দ, তা এখন বেশ বুঝতে পারছেন দেব-শুভশ্রী জুটির ভক্তরা। তার ওপর এমন কাস্ট এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি। এ যেন এক অন্যন্য অনুভুতি। কেমন হলো এই ছবির টিজার?
দীর্ঘ ৯ বছর পর অবশেষে মুক্তি পাচ্ছে এই ছবি। এ এক অসমাপ্ত প্রেমের গল্প। ছবিতে দেব শুভশ্রী ছাড়াও দেখা যাবে রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, দুলাল লাহিড়ী সহ আরও অনেককে। এখানে মূলত দেবের চরিত্রকে আখ্যা দেওয়া হবে উগ্রপন্থী হিসেবে। তারপর কী হবে তার জীবনে? জানতে হলে দেখতে হবে এই নতুন ছবি।
আরও পড়ুন – New Series Bishishon trailer out now : লাল মাটির দেশে খুন! আসছে নতুন সিরিজ বিভীষণ
টিজারে প্রথমেই নজর কাড়ে দেব-শুভশ্রী জুটি। প্রায় ১২ বছর পর বড়পর্দায় দেখা যাবে এই জুটিকে। পাশাপাশি এত বছর আগেও শুটিং হওয়া সত্যেও যেন মনে হচ্ছে কতোটা আধুনিক ভাবনা। পরিচালক কৌশিক গাঙ্গুলিকে সেখানে কুর্নিশ জানাতে হবেই। পরবর্তী কোনও চমকের জন্য যে ট্রেলারে যে দর্শকের চোখ থাকবে সে কথা বলাই বাহুল্য।
আগামী ১৪ ই আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই নতুন ছবি।যে ছবির জন্য দর্শক এতদিন অপেক্ষা করেছেন, তার অবসান। অতএব সুপারহিট যে হবে, সে কথাতো বাজি রেখেই বলা যেতে পারে।