Dhurandhar: এবার যেন এক অন্য অবতারে রণবীর সিং। নতুন এই ছবির নাম ধুরন্ধর। ছবির পরিচালক আদিত্য ধর। এর আগে উরি : দা সার্জিক্যাল স্ট্রাইক এর মত ছবি বানিয়েছেন তিনি।
মূলত কিছু অজানা মানুষ এবং তাদের লড়াইয়ের গল্প বলবে এই নতুন ছবি ধুরন্ধর। ছবির কাস্টয়েও কিন্তু থাকছে বিশাল চমক। এই ছবিতে থাকছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল সহ আরো অনেকে।
ছবিতে রণবীর সিং যে মূল কেন্দ্রবিন্দু তা বলাই বাহুল্য। এমনকি ট্রেলারে তার মাস আকশন বড় পর্দায় যে নজর কাড়বে তাও বেশ বোঝা যাচ্ছে। এখন শুধু এই ছবি বড় পর্দায় মুক্তি পাবার অপেক্ষা।
আরও পড়ুন – Dhumketu new song , গানে গানে’ ফিরলেন দেব-শুভশ্রী জুটি
আগামী ৫ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে এই নতুন ছবি ধুরন্ধর। তাহলে দেরী কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন ছবি ট্রেলার আর আমাদের জানান কেমন লাগলো।