Arun Roy:অবশেষে মারণব্যাধি ক্যান্সারের কাছে হার মানতে হলো পরিচালক অরুণ রায়কে। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
বেশ কিছু ছবি তিনি পরিচালনা করলেও তার ‘এগারো’ ছবিটি আজও দর্শকদের মুখে মুখে ঘোরে। মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের গল্পকে কেন্দ্র করে ছবিটি বানিয়েছিলেন তিনি। পাশাপাশি বানিয়েছেন, হীরালাল,চোলাইয়ের মতো ছবি। বানিয়েছেন ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ য়ের মতো ছবি। এই ছবিটিও বেশ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। শেষ ছবিতে কাজ করেছেন দেবের সাথে। ছবিটির নাম বাঘাযতীন। মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।
আরও পড়ুন- Upcoming movie ‘Raghu Dakat’:অপেক্ষার অবসান, পুজোয় মুক্তি পাচ্ছে ‘রঘু ডাকাত’
বেশ অন্যধরনের ছবি বানিয়েছেন পরিচালক অরুণ রায়। তার অকালপ্রয়াণে মর্মাহত টলিমহল। Itsmajja Bangla র পক্ষ থেকে তার পরিবারের প্রতি রইল সমবেদনা।

অরুণ রায়ের পরিচালিত ছবি।