বাংলা ইন্ডাস্ট্রিতে একাধিক কাজের পর হিন্দী ছবির জগতে ডেবিউ করলেন পরিচালক অভিরুপ ঘোষ। ১৪ই অক্টোবর থেকে হটস্টারে দেখা যাচ্ছে তার নতুন হিন্দী সিরিজ ‘রীতা সান্যাল‘। আপাতত দুটি এপিসোড মুক্তি পেয়েছে এই সিরিজের। পরিচালকের ফেসবুকে পোষ্ট করা পোষ্টার থেকে বোঝা যাচ্ছে এই সিরিজের প্রধাণ চরিত্র রীতা সান্যাল এর ভূমিকায় রয়েছেন আদা শর্মাকে। ‘দি কেরালা স্টোরি’ (২০২৩), ‘বাস্তারঃ দা নকশাল স্টোরি’ (২০২৪), ছবি দুটিতে অভিনয় করে ভীষন জনপ্রিয়তা লাভ করেছেন আদা শর্মা। রীতা সান্যাল সিরিজে আদা শর্মাকে একাধিক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই সিরিজের বিষয়ঃ একজন মহিলা একইসাথে উকিল এবং গোয়েন্দা হয়ে ওঠার চেষ্টায় কি কি বাধা বিপত্তির সম্মুখীন হন। এই সিরিজের কাহিনী লিখেছেন অমিত খান। ‘রীতা সান্যাল’ সিরিজে নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাহুল দেব, মৈনাক পাপনেজাকে এবং আরো অনেককে।
অভিরুপ ঘোষ পরিচালনা জীবন শুরু, ‘ছবি Vs বই’ (২০১৫), ‘স্যান্ডোদা: ইয়ার ওয়ান’ (২০১৫) নামক দুটি স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়ে। ২০১৭ তে, উনি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানান, সেই ছবির নাম ‘কে: দি সিক্রেট আই’। ২০১৯ সে রিলিজ করে ওনার পরবর্তী ছবি ‘জম্বিস্তান’। ২০২০ তে হইচই তে রিলিজ করে ওনার প্রথম ওয়েব ফিল্ম ‘ব্রক্ষদৈত্য’। এরপর একাধিক ওয়েবসিরিজ বানান তিনি। ২০১৯ সে মুক্তি পায় ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’ সিজন ১, পরের বছর রিলিজ করে সিজন ২। ২০২২ সালে মুক্তি পায়, অভিরুপ ঘোষের দুটি সিরিজ ‘ব্যাধ’ এবং ‘দা বেঙ্গল স্ক্যাম’: বিমা কান্ডো’। ওনার ছবি এবং সিরিজ গুলো মূলত থ্রিলার ও হরর ঘরানার।