টলিপাড়ায় শুরু হলো নতুন গুঞ্জন। আবারও নাকি ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় কে। জনপ্রিয় চ্যানেল জি বাংলাতে ‘করুণাময়ী রানী রাসমণী’ তে ছোটপর্দায় শেষ দেখা গেছিলো তাকে। শোনা যাচ্ছে, একটি নতুন সিরিয়ালে থাকছেন তিনি।
‘করুণাময়ী রানী রাসমণী’ তে নাম ভূমিকায় অভিনয়ের জন্য ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন দিতিপ্রিয়া। পাশাপাশি, এর মধ্যে বহু সিরিজ, ছবিতে অভিনয় করছেন দিতিপ্রিয়া। অতএব বড়পর্দার পাশপাশি এবার ছোটপর্দাতেও দেখা যেতে পারে তাকে। সূত্রের খবর, নতুন এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’য়ের মুখ্য চরিত্র রাহুলকে।
কবে থেকে এই নতুন সিরিয়াল সম্প্রচার হবে, সে নিয়ে বিশদে এখনও কিছু জানা যায়নি। তবে দিতিপ্রিয়াকে ছোটপর্দায় দেখতে যে দর্শকমহলে উন্মাদনা থাকবে, এ কথা জোর দিয়েই বলা যায়।