Ed Sheeran – Arijit singh:কোটিপতি হয়েও যে পা মাটিতে রাখা যায়, তার সবচেয়ে বড় প্রমাণ হলেন বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। স্কুটি করে ঘুরছেন নিজের গ্রাম মুশিরদাবাদের জিয়াগঞ্জে । সঙ্গে রয়েছেন এড শিরানের মতো সঙ্গীত তারকা! হটাৎ একসঙ্গে কী করছেন তারা? জানুন বিস্তারিত।
কিছুদিন আগেই ভারতে এসেছেন এড শিরান। বিভিন্ন জায়গায় কনসার্ট সেরে সোজা চলে এলেন মুশিরদাবাদের জিয়াগঞ্জে। দেখা করলেন ‘বন্ধু’ অরিজিতের গ্রাম জিয়াগঞ্জ। বিশ্বজোড়া খ্যাতি থাকা সত্ত্বেও এত সাধারণ কীভাবে? এই প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের কাছে।
আরও পড়ুন – ‘Dainee’ series poster:প্রকাশ্যে পোস্টার, আসছে নতুন সিরিজ ‘ডাইনি’
বেশ কিছু দিন আগেই একসাথে শো করতে দেখা গেছিলো এড শিরান এবং অরিজিৎ সিং কে। তখন থেকেই বন্ধুত্বের সুত্রপাত। আর সেই বন্ধুর টানেই খোদ জিয়াগঞ্জেই চলে এলেন এড শিরান। এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, অনেকেই এই ঘটনার প্রশংসা করেছেন।