ফাহাদ ফাসিল। এই যুগের সিনেমাপ্রেমীদের এই নাম খুব ভালো মতই জানা। ‘সুপার ডিলাক্স’,‘আভেশাম’,‘ বিক্রম’, ‘পুস্পা’, ‘পুস্পা ২’ ছবিতে অসামান্য অভিনয় করেছিলেন তিনি। এবার তাকে দেখা যাবে পরিচালক ইমতিয়াজ আলির ছবিতে। এর আগে ‘রকস্টার’, ‘অমর সিং চমকিলা’,‘ তামাশা’, ‘ যাব উই মেট’ র মতো ছবি পরিচালনা করছেন তিনি। এই প্রথমবার বলিউডে দেখা যাবে ফাহাদ ফাসিল কে।
ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এ ছবিতে ফাহাদ ফাসিলের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এছাড়াও শোনা যাচ্ছে, এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর থেকে। তৃপ্তি – ফাহাদের পাশাপাশি এ ছবিতে আর কে থাকবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। জানা যায়নি গল্পের ব্যাপারেও।
আরও পড়ুন- New movie BhaggoLakkhi:বড়পর্দায় আসছে ভাগ্যলক্ষ্মী, মুখ্য ভূমিকায় ঋত্বিক,সোলাঙ্কি
সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি পুস্পা ২ তে অন্যতম গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ফাহাদ। পাশাপাশি সেই ছবিতে রয়েছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা। অন্যদিকে এই নতুন ছবিতে আছেন তৃপ্তি দিমরি, বর্তমান প্রজন্মের কাছে যিনি ভীষণ জনপ্রিয়। সুতরাং এ কথা বলাই যেতে পারে যে এই ছবি দর্শকদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে।