Pratul Mukhopadhay: ‘আমি বাংলায় গান গাই,আমি গান বাংলার গাই’, কালজয়ী এই গান শোনেননি এমন একজন শ্রোতা খুঁজে পাওয়া দুষ্কর। তার শ্রষ্ঠা প্রতুল মুখোপাধ্যায় আজ চলে গেলেন আজ। ১৯৪২ সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন তিনি।
শুধুমাত্র ‘আমি বাংলায় গান গাই’ নয়, এছাড়াও বহু বিখ্যাত গান দর্শকদের উপহার দিয়েছেন প্রতুল বাবু। যার মধ্যে ‘ডিঙা ভাঙা সাগরে’ গানটিও আজও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। পাশাপাশি তার বিভিন্ন অ্যালবাম দর্শকমহলে ভীষণ ভাবে সমাদৃত। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলি হলো কি আমদের জাত,ভালোবাসার মানু্ষ, তোমাকে দেখছিলাম ইত্যাদি। জনপ্রিয় ছবি গোঁসাইবাগানের ভূত ছবিতেও গান গেয়েছেন তিনি।
আরও পড়ুন – Itsmajjamusicbangla presents “Jani dekha hobe abar” teaser:প্রকাশ্যে টিজার, আসছে Itsmajjamusicbangla র নতুন গান ‘জানি দেখা হবে আবার’
বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রতুলবাবু কে। তবে গত রাত্রি থেকেই তার অবনতি হয় তার শরীরের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তার প্রয়াণে Itsmajja Bangla জানায় বিনম্র শ্রদ্ধা।

প্রতুল মুখোপাধ্যায়
(১৯৪২-২০২৫)