Former fossils member: শুরুর দিন থেকে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে ছিলেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত বিখ্যাত ‘ফসিলস’ দলে ছিলেন বেসিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। তারপর থেকেই অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে। শেষ পর্যন্ত আত্মঘাতী হলেন তিনি।
যে দিন এই দুর্ঘটনা ঘটে, সেদিনই ছিল ফসিলসের শো। মঞ্চে দাঁড়িয়েই ভেঙ্গে পড়েন রুপম ইসলাম এবং ব্যান্ডের বাকি সদস্যরা। দলের প্রাক্তন সদস্যকে হারানোর কষ্ট যে কতোটা তা তাঁদের কথাতেই বোঝা যাচ্ছিল। পাশপাশি, শোকার্ত ফসিলস ভক্তরা।
আরও পড়ুন- Upcoming movie ‘ RannaBati’:আসছে প্রতিম ডি গুপ্তের নতুন ছবি ‘রান্না বাটি’

চন্দ্রমৌলি বিশ্বাস
মাত্র ৪৮ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। Itsmajja Bangla তার বিদেহী আত্মার শান্তি কামনা করে।

ফসিলস ব্যান্ড।