সিঙ্ঘম এগেনের পর আবারও পরিচালক রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধছেন অজয় দেবগণ। নতুন ছবির নাম গোলমাল ৫। হ্যাঁ, ঠিকই ধরেছেন! জনপ্রিয় গোলমাল ফ্রাঞ্ছাইজের পঞ্চম পার্ট আসছে বড়পর্দায়। সূত্রে খবর, শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং।
২০০৬ সাল থেকে শুরু হয়েছিল গোলমাল ফ্রাঞ্ছাইজের পথচলা। এই ছবিতে অজয় দেবগণের পাশপাশি আর কোন অভিনেতা- অভিনেত্রী থাকবেন তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগের ছবিতে দেখা গেছে আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শারমান জোশি সহ আরও অনেকে।
সূত্রে খবর, আগামী বছরে মুক্তি পাবে এই ছবি। এর আগের প্রত্যেকটি পার্টই দর্শকমহলে বিশাল জনপ্রিয়তা পেয়েছে। সুতরাং এই ছবির বক্স অফিস সাফল্য বেশ ভালোই হবে।