Gun Master G9 : মিঠুন চক্রবর্তী অভিনীত গান মাস্টার জি নাইনের কথা নিশ্চয়ই মনে আছে? এই একই নামকরণে আসছে নতুন ছবি। কারা কারা থাকছেন ছবিতে? জানুন বিস্তারিত।
ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন ইমরান হাশমি , জেনেলিয়া দেশমুখ এবং অপরশক্তি খুরানা। পাশাপাশি এই ছবিতে সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে হিমেশ রেশমিয়াকে।
আরও পড়ুন – “Saiyaara” trailer out now : এক সত্যি প্রেমের গল্প বলবে “সাইয়ারা”
সিনেপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, এই ছবি কি সেই পুরনো ছবির রিমেক হতে চলেছে? নাকি সম্পূর্ণ ভিন্ন এক আলাদা গল্প। যদিও অ্যানাউন্সমেন্ট টিজারে তার কিছুই এখনো বলা হয়নি। আপনাদের কি মনে হয়? এই নতুন ছবি কি আদৌ সিক্যুয়েল না অন্য কিছু? জানান আমাদের। পাশাপাশি দেখে নিন এই নতুন ছবির অ্যামাউন্সমেন্ট টিজার।