New movie Housefull 5:বড়পর্দায় আবারও আসছে হাউসফুল! হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিখ্যাত হাউসফুল ফ্রাঞ্ছাইজের কথা কার না জানা! হাউসফুল ৪ এর পর আসছে আসছে হাউসফুল ৫। ছবিটি পরিচালনা তরুণ মন্সুখানি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা। এর আগের ফ্র্যাঞ্ছাইজে দেখতে পাওয়া গেছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, শ্রেয়াস তালপাড়ে র মতো অভিনেতা দের। তবে এবারে রয়েছে আরও চমক। জেনে নিন বিস্তারিত।
এই ছবিতে থাকছেন অভিষেক বচ্চন, চাঙ্কি পাণ্ডে, নার্গিস ফাকরি, সোনাম বাজওয়া সহ আরও অনেকে। তবে এবার ছবিতে থাকছেন অভিনেতা সঞ্জয় দত্ত। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে উত্তেজনা। এছাড়াও ছবিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, জ্যাকলিন ফারনান্দেজ, ফারদিন খান সহ আরও অনেকে। ছবিতে থাকছেন জনি লিভারও। হাউসফুল ফ্রাঞ্ছাইজের কথা শুনলেই মনে পড়ে দমফাটা হাসির দৃশ্য। বিশেষকরে চাঙ্কি পাণ্ডে এবং জনি লিভারের জুটি অভিনয় সবার নজর কেড়েছিল। তা ছাড়াও হাউসফুল ২ তে অভিনেতা মিঠুন চক্রবর্তীর অভিনয় আজও মনে পড়ে। তবে ছবির প্রত্যেকটি পার্টই বক্স অফিসে এনেছে দারুণ সাফল্য।
আরও পড়ুন- WEEKLY HOROSCOPE: সাপ্তাহিক রাশিফল
সূত্রে খবর, নতুন বছরে ৬ ই জুন বড় পর্দায় আসতে পারে এই ছবি। এর আগের প্রত্যেকটি পার্টই দর্শকমহলে বিশাল জনপ্রিয়তা পেয়েছে। আশা করা যেতেই পারে এই ছবিও বক্স অফিসে বেশ ভালো সাফল্য আনতে পারবে। এখন শুধু সময়ের অপেক্ষা। সিনেপ্রেমীরা ইতিমধ্যেই এই ছবি নিয়ে ভীষণ উত্তেজিত।
আরও পড়ুন- New series Kalratri hoichoi coming soon:‘দেবী’ রূপে সৌমিতৃষা, আসছে ‘কালরাত্রি’
AKSHAY – RITEISH – ABHISHEK – FARDEEN – SANJU – JACKIE – NANA: 'HOUSEFULL 5' STAR-STUDDED CAST UNVEILED AS FINAL SCHEDULE BEGINS… Producer #SajidNadiadwala's #Housefull5 is now entering its final filming schedule… Here's a star-studded image featuring the ensemble cast.
— taran adarsh (@taran_adarsh) November 27, 2024
Stars… pic.twitter.com/ONf9MI1MZz