বিশ্বনাথ বসু। ছোট- বড় দুই পর্দারই অন্যতম চেনা মুখ। অভিনয়ে যিনি কেড়েছেন হাজারো দর্শকের মন। গত ২৮ শে অক্টোবর ৪৬ এ পা দিলেন তিনি। সেই উপলক্ষেই তার কসবার বাড়িতে পৌঁছে গেলো ‘Itsmajja Bangla’ র টিম।
কেক কেটে হাসিমুখেই জন্মদিন পালন করলেন বিশ্বনাথ। জন্মদিন আর পাঁচজনের মতই কাটাতে থাকতে ভালো বাসেন বিশ্বনাথ। সকালে উঠে খবরের কাগজ পড়া, বিভিন্ন বই পড়েন তিনি। তবে ঠাকুর দর্শন করা তার মধ্যে থাকেই। পাশপাশি তিনি যে ভীষণ খাদ্যরসিক তাও জানালেন তিনি। রকমারি খাবার তার প্রিয়। এছাড়াও ছোটবেলায় মায়ের হাতের পায়েসের কথাও বললেন তিনি।
সম্প্রতি নৈহাটির ‘বড়মা’ কে নিয়ে একটি গান গেয়েছেন বিশ্বনাথ।সেই গানের দু কলিও শোনালেন তিনি। তাহলে আর দেরি কেন? ওপরের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন সেই ভিডিও। পাশপাশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ‘Itsmajja Bangla’ র চ্যানেল। এছাড়াও ফলো করুন ফেসবুক এবং ইন্সটাগ্রামে। পাশাপাশি চোখ রাখুন আমাদের ওয়েবসাইটেও।