Rabindra Kabya Rahasya: রবীন্দ্র কাব্য রহস্য ছবির প্রিমিয়ারে ছিল তারকার হাট। উপস্থিত ছিলেন ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। এই নতুন ছবি নিয়ে কী জানালেন পরিচালক। জেনে নিন বিস্তারিত।
পরিচালক সায়ন্তন ঘোষাল জানালেন, এই নতুন ছবি নিয়ে আমি ভীষণ উচ্ছসিত। আমাদের এই ছবি নিয়ে তৈরি হয়ে গেছিল অনেক আগেই। কিছু কারণ বশত মুক্তি পেতে দেরী হলেও শেষমেষ মুক্তি পাচ্ছে এই নতুন ছবি। আমার মনে হয় এটাই ঠিক সময়। দর্শক সিনেমাহলে আসছেন, আমরা ভীষণভাবে আশাবাদী।
এমন একটা গল্প কেন হটাৎই বেছে নিলেন পরিচালক? উত্তরে তিনি জানান, কীভাবে এই গল্প এলো সেটা বলা কঠিন। আমরা সব সময় গল্প ভাবতে থাকি, নতুন কি গল্প বড়পর্দায় আনা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করবো তা ভেবেছিলাম, তবে আত্মজীবনী করবার কোনও কারণ দেখিনি। তো অন্যরকম কিছু ভেবেছিলাম।থ্রিলার এবং রবীন্দ্রনাথ কে একসঙ্গে আনব ভেবেছিলাম।
আরও পড়ুন – Itsmajjabangla exclusive : নতুন ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’ নিয়ে কী বললেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ?
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং শ্রাবন্তী। তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কীরকম? সায়ন্তন জানালেন, অসাধারণ অভিজ্ঞতা। ওনাদের মতো শিল্পী সেটে থাকলে বেশ সুবিধা হয়।
তাহলে আর দেরী কেন? এখনই বড়পর্দায় গিয়ে দেখে আসুন এই নতুন ছবি এবং বিনোদনের নানা তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন itsmajjabangla