Mrigaya: ছবির প্রিমিয়ারে এক কথায় ছিল তারকার হাট। ছবির কলাকুশলীরা সহ উপস্থিত ছিলেন টলিউড মহলের অনেকেই। পাশাপাশি পৌঁছে গেছিলো Itsmajjabangla র টিমও। নতুন ছবি নিয়ে Itsmajjabangla কে কী জানালেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী? জানুন বিস্তারিত।
নতুন ছবি নিয়ে কতোটা উচ্ছসিত অভিনেতা? উত্তরে অভিনেতা জানালেন, অবশেষে অপেক্ষার অবসান হলো। মানুষ এখন ছবিটা দেখবেন। পাশাপাশি, এই ছবিটা যখন তৈরি হয়েছিলো, তখন থেকেই ছবিটা নিয়ে confident ছিলাম। ছবির চিত্রনাট্য এবং গল্প ভীষণভাবে চিত্তাকর্ষক। সবাই যাতে ছবিটা এনজয় করতে পারেন, সেভাবেই বানানো হয়েছে।
আরও পড়ুন – “Aap Jaisa koi” Traier out now : এক ভিন্ন প্রেমের গল্প নিয়ে ওটিটির পর্দায় আসছে “আপ জায়সা কই”
চরিত্র নিয়ে পরিচালকের কাছ থেকে কী brief পেয়েছিলেন অভিনেতা? উত্তরে বললেন, “চরিত্রটা রিল এবং মিম দেখতে ভীষণ ভালোবাসে। পাশাপাশি কথায় কথায় তার ভীষণভাবে হাত চলে। এক কথায় রংবাজ আরকি!
তাহলে আর দেরী কিসের? এখনই বড়পর্দায় গিয়ে দেখে নিন এই নতুন ছবি। আর আমাদের জানান কেমন লাগলো। পাশাপাশি নানা সাক্ষাৎকারের সঙ্গে নানা ধরণের বিনোদনমূলক খবরের জন্য সাবস্ক্রাইব করুন Itsmajjabangla।