কিছুদিন আগেই কলকাতার সিটি সেন্টারে হয়ে গেলো প্রতিম ডি গুপ্তের নতুন ছবি ‘চালচিত্র‘ ছবির পোস্টার লঞ্চ। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। এছাড়াও ছিলেন ছবির অন্যতম অভিনেতা টোটা রায় চৌধুরীও। নিজের চরিত্র নিয়ে ‘Itsmajja Bangla’ কে তাঁর প্রতিক্রিয়া জানালেন তিনি।
প্রশ্নঃ এই ছবিতে আপনার চরিত্র নিয়ে কিছু বলুন।
উত্তরঃ ছবিতে আমার চরিত্রের নাম কনিস্ক চ্যাটার্জী, যিনি একজন পুলিশ আধিকারিক। যার আন্ডারে রয়েছে একটি টিম।
প্রশ্নঃ এর আগেও আপনি বহু গোয়েন্দা- পুলিশের চরিত্র করেছেন। এই চরিত্র কতোটা আলাদা?
উত্তরঃ পুলিশের থেকেও বেশি এটি মানুষের চরিত্র। পুলিশের চরিত্র হলেও তাঁর ব্যাক্তি জীবনের নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন- 18onscreen -এ Itsmajja Bangla র মুখোমুখি অঙ্কুশ
প্রশ্নঃ একদিকে বাংলাদেশের অপূর্ব,অন্যদিকে শান্তনু মহেশ্বরী। দুজনের সঙ্গে কাজ করে কেমন লাগলো?
উত্তরঃ প্রথমে বলি অপূর্বর কথা। ভীষণ ভালো ছেলে। ওর যে জনপ্রিয়তা, তার কথা তো বাদই দিলাম। আমি তো চাই, ও আরও এখানে কাজ করুক। আর শান্তনু তো আমাদের কলকাতার গর্ব। ভীষণ Down to earth ছেলে।
আরও পড়ুন- 18 on screen- এ Itsmajja Bangla র মুখোমুখি রাইমা সেন
প্রশ্নঃ পরিচালক প্রতিম ডি. গুপ্তের সঙ্গে কাজ করলেন। কেমন লাগল?
উত্তরঃ অসম্ভব বুদ্ধিমান একজন পরিচালক। এরম সাহিত্যবোধ,রসবোধ খুব কম পরিচালকের পরিচালকের রয়েছে।
তাহলে আর দেরী কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন পুরো সাক্ষাৎকারটি। এরকমই বিনোদনের নানা তথ্য পেতে আজই চোখ রাখুন বাংলার নতুন ডিজিটাল এনটারটেনমেনট চ্যানেল ItsMajja Bangla তে।