বাংলা ছবির জগতে এবার এক অনন্য নজির গড়ল বিখ্যাত প্রযোজনা সংস্থা ‘Eskay Movies’। একসঙ্গে ১৮ টি ছবির ঘোষণা করলো এই প্রযোজনা সংস্থা। তারই মধ্যে দুটি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সেই অভিজ্ঞতাই Itsmajja Bangla র সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা।
এসকে মুভিজের প্রযোজনায় ‘সান্টা’ এবং ‘চন্দ্রবিন্দু’,এই দুই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ। তিনি জানিয়েছেন, “এত কাজ আসছে দেখতে পেরে আমি সত্যিই উৎসাহী। তবে আমার যে ছবি গুলো আসছে, সেগুলো কিন্তু বেশ অন্য ধরণের। পাশাপাশি ইশার সাথেও একটা ছবি আসার কথা আছে।
তাহলে আর দেরী কেন? নীচের লিঙ্কে ক্লিক করে এখনই শুনে নিন এই সাক্ষাৎকার।
বিনোদন জগতের নানা তথ্য পেতে আজই চোখ রাখুন বাংলার নতুন ডিজিটাল Entertainment চ্যানেল Itsmajja Bangla তে।